কান মাতালেন বলিউড সুন্দরীরা (দেখুন ছবিতে)


প্রকাশিত: ০৮:১৯ এএম, ১৯ মে ২০১৫

কান চলচ্চিত্র উৎসব মানেই তারকাদের জাঁকজমক উপস্থিতি। সবাই চেষ্টা করেন নিজের দিকে মনযোগ টানতে। বেশ কয়েকবছর ধরে এই প্রতিযোগীতায় নাম লিখিয়েছে বলিউড বাজার।

গ্ল্যামার আর রুপ লাবন্যের জৌলুসে বি টাউনের সুন্দরীরা মুগ্ধ করে চলেছেন বিশ্ব চলচ্চিত্রের আঙিনাকে। এবারও ছিলো তাদের সরব উপস্থিতি। নতুন করে চলতি বছরে কান উৎসবে অভিষেক হয়ে গেল ক্যাটরিনা কাইফের। এছাড়াও ছিলেন মল্লিকা শেরাওয়াত, সোনম কাপুর। আর ১৪ বারের মত এবার কানের লাল গালিচায় পা রাখলেন ঐশ্বরিয়া রায় বচ্চন।


বলা চলে কান চলচ্চিত্র উৎসবে বলি কন্যারা এবার যেন দাপিয়ে বেড়ালেন। ঐশ্বর্য থেকে সোনম কাপুর তো বটেই প্রথমবার কান উৎসবে অভিষেক হওয়া ক্যাটরিনা কাইফ এমনকী মল্লিকা শেরাওয়াতও নজর কাড়লেন সমালোচকদের।


কান চলচ্চিত্র উৎসবে ১৪ বছর ধরে উপস্থিত থাকছেন বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া। তবে তিনি যে প্রত্যেকহারই নিজের লুকে সবার প্রশংসা কুড়িয়েছেন তা নয়। এর আগে বহুবার কান-এই ‌‘ফ্যাশন ডিজাস্টারের’ তকমা পেয়েছেন এই প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে এবছর সেই ভুলটি করেননি তিনি। কানে প্রত্যেকটি মুহুর্তে নিজের ‘রিফ্রেশিং লুক’-এ সবাইকে মাতোয়ারা করে দিয়েছেন তিনি।


বলিউডের বর্তমান তারকাদের স্টাইল আইকনদের মধ্যে অন্যতম সোনম কাপুর। কান চলচ্চিত্রেও নিজের সেই বিশেষত্ব ধরে রেখেছেন সোনম। আবি জানি ও সন্দীপ খোসলা শাড়ি ও হট ডিপ নেক ব্লাউডে সুপার সেক্সি ছিলেন সোনম।

ওদিকে কান-এ প্রথমবার অভিষেক হলেও নিজের ফ্যাশন স্টেটমেন্টে কাউকেউ নিরাশ করেননি ক্যাটরিনা। 


তবে এবছরের সাপ্রাইজিং এলিমেন্ট ছিলেন মল্লিকা শেরওয়াত। মল্লিকার এটাই সেরা কান অ্যাপিয়ারেন্স বলা যেতেই পারে।

ছিলেন নন্দিতা দাসও। নন্দিতা দাস অনাবিলার সোনালি রংয়ের হাতে বোনা লিনেন শাড়ির সঙ্গে ভারতীয় সাজে নন্দিতার আভিজাত্য ছলকে পড়ছে। মুগ্ধ হয়েছে কান। 



এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।