কেবল পর্নো ছবিতেই নারীরা গুরুত্ব পায়!


প্রকাশিত: ০১:২০ পিএম, ১৯ মে ২০১৫

নারীর মেধাকে নয়, প্রাধান্য দেয়া হয় তাদের শরীর আর যৌবনের চাকচিক্যকে। সভ্য-আধুনিক এই বিশ্বে এখনও পুরোনো বর্বর জাতিদের মতোই ব্যবহৃত করা হচ্ছে নারীদের।

কান চলচ্চিত্র উৎসবের ৬৮তম আসরে মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক এরকম মন্তব্যই করলেন! পারিশ্রমিকের ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য নিয়ে কান ফোরামে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

সালমা বলেন, ‘পর্নো ছবি ছাড়া বিশ্বের কোনো ছবিতেই নারীদের বেশি গুরুত্ব দেওয়া হয় না! একমাত্র পর্নো ছবিতেই নারীকে পুরুষের চেয়ে বেশি পারিশ্রমিক দেওয়া হয়। এটা অত্যন্ত হাস্যকর।’

সেলুলয়েডে মেয়েদের সমান অধিকারের দাবিতে তিনি আরও বলেন, ‘মেয়েদের বুদ্ধিমত্তাকে বরাবরই খাটো করে দেখা হয় চলচ্চিত্র জগতে।’

ভ্যারাইটি ম্যাগাজিন আয়োজিত এই আলোচনা সভায় নতুন অভিনেত্রীদের পরামর্শ দিয়ে সালমা বলেন, ‘রুপালি পর্দায় নারীর অভিনয় দক্ষতার প্রতি মোটেই সুবিচার করা হয় না। নারীদের রুচি সম্পর্কে চলচ্চিত্র দুনিয়ায় ভুল ধারণা রয়েছে। এসবের সমাধান হওয়া জরুরি।’

এবারের কান উত্‍সবে সালমা অভিনীত মাত্তিও গ্যারোনের ‘দ্য টেল অব টেলস’ প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপামের জন্য লড়ছে। উদ্বোধনী দিনেই দেখানো হয়েছে এটি।

উল্লেখ্য, কান উৎসবের গত আসরে অপহৃত মেয়েদের বাঁচানোর আহ্বান জানিয়ে হাতে প্ল্যাকার্ড রেখেছিলেন। এবার নারীর সমধিকার নিয়ে সোচ্চার হলেন সালমা হায়েক। আর তা করতে গিয়ে রীতিমতো বোমাই ফাটালেন ৪৮ বছরের এ অভিনেত্রী!

সূত্র : অনলাইন

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।