চলছে ভালোবাসার গল্প


প্রকাশিত: ০৬:১৫ এএম, ২০ মে ২০১৫

মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‌‘ভালোবাসার গল্প’ নামের চলচ্চিত্র। এটি বাস্তব এক প্রেমকাহিনি অবলম্বনে তৈরি করছেন অনন্য মামুন।

সিনেমাটিতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন-নবাগত মুনিয়া আফরিন সাদিয়া, আরজু কায়েস-তানিয়া রহমান।

বছরের শুরুতে ব্যাপক আলোচনার মধ্য দিয়ে ছবিটির শুটিং শুরু হয়। থেমে থেমে কলাকুশলীদের সিডিউল মিলিয়ে চলছে এখনও। বর্তমানে এর শেষ লটের শুটিং চলছে সাভারে চলচ্চিত্রাভিনেতা ডিপজলের বাড়িতে।

এখানের শুটিং শেষ করে বিএফডিসিসহ ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হবে বলে জানিয়েছেন অনন্য মামুন।

এস এস মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য সিনেমাটির নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন  তার ছেলেবেলার এক বন্ধুর প্রেমকাহিনিকে রূপালী পর্দায় ফুটিয়ে তুলছেন এ সিনেমায়। এর গল্প ও চিত্রনাট্য পরিচালক নিজেই লিখেছেন।

এদিকে অনন্য মামুন নতুন আরেকটি চলচ্চিত্রের কাজ হাতে নিয়েছেন। এরইমধ্যে নাম ঠিক না হওয়া ছবিটির চিত্রনাট্য লিখে ফেলেছেন তিনি। শিগগির এর আনুষ্ঠানিক ঘোষণা দিবেন।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।