এক ফ্রেমে শাওন-সোহম


প্রকাশিত: ০৩:৪৯ এএম, ১৬ জুন ২০১৫

কলকাতার জনপ্রিয় নায়ক সোহম এখন ঢাকায়। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য রাজচন্দ ও কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু পরিচালিত ‘রকেট’ ছবির মহরতে অংশগ্রহণ করার জন্য ঢাকায় এসেছেন তিনি।

‘রকেট’ ছবিতে সোহম এর বিপরীতে রয়েছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা মিম। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। মহরত অনুষ্ঠানে সোহমকে শুভেচ্ছা জানাতে আসেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। সেখানেই তারা এক সঙ্গে ফ্রেম বন্দি হন।

এছাড়া মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ঈদের পর থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।