নায়িকাকে চিনতেই পারেননি নায়ক!


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ০২ জুলাই ২০১৫

দেড়-দুই যুগ আগেও দু’জন মিলে পর্দা কাঁপিয়েছেন। মানুষের মুখে মুখে ফিরেছে তাদের প্রেমের সংলাপ আর রোমান্টিক গানের সুর। সময়ের বৈরিতায় সবজ আজ ধুসর স্মৃতি। শুধু কি তাই! এক যুগ শেষে হঠাৎ দেখার পর নায়ক ঋষি কাপুর চিনতেই পারলেন না তার নায়িকা মিনাক্ষী শেষাদ্রিকে।

প্রায় বারো বছর হতে চললো রুপালি দুনিয়াকে বিদায় জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বামী সন্তানকে নিয়ে সংসার করছেন বলিউডকে আশি-নব্বইয়ের দশকে একের পর এক হিট ছবি উপহার দেওয়া এই অভিনেত্রী। ‘হিরো’, ‘বেওয়াফাই’, ‘মেরি জঙ্গ’, ‘জুর্ম’, ‘ঘায়েল’, ‘ঘাতকে’র মতো একের পর এক হিট ছবি বক্স অফিসকে উপহার দিয়েও, হঠাৎ করেই গ্ল্যামার জগৎ থেকে নিজেকে একেবারেই সরিয়ে নেন বলিউডের একসময়ের এই ডিভা।

দীর্ঘ সময় তাকে ক্যামেরার সামনেও আসতে দেখেননি কেউ। তাই হয়তো দিন কয়েক আগে বলিউডের এক অনুষ্ঠানে তাকে দেখে চিনতে পারেননি তার একসময়ের বহু ছবির নায়ক ঋষি কাপুর। মিনাক্ষীকে দেখে প্রথমে চমকে গিয়েছিলেন রণবীরের বাবা।

পরে তিনি বুধবার সকালে তার টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন, এবং সবাইকে অনুমান করতে বলেন তিনি কে। অবশ্য ঋষির টুইটারে আসা প্রতিক্রিয়ার উত্তরে ৯৯ শতাংশ মানুষই ঠিক উত্তর দিয়েছেন। আমেরিকা থেকে হঠাৎ করেই ভারতে এসেছেন মিনাক্ষী। এখন তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী।

তাকে পেয়ে সাংবাদিকরা ঘিরে ধরেন। জানতে চান, ১৯৯০-এর হিট ছবি ‘ঘাতকে’র সিকুয়েলে মিনাক্ষী অভিনয় করবেন কি না। সেই আশঙ্কা উড়িয়ে মিনাক্ষী জানান, তিনি আপাতত কোনও ছবিই করবেন না। যতদিন না তার ছেলে-মেয়ে পড়াশোনা শেষ করছে ততদিন অভিনয়ের কোনও পরিকল্পনা নেই। তবে নিজের নাচ ও নৃত্যনাট্য নিয়ে বেশ কিছু ভাবনা আছে বলিউডের এই অভিনেত্রীর মনে। আপাতত, তিনি সেই ভাবনাকেই সামনে এগিয়ে নিয়ে যেতে চান।


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।