বলিউডে নয়া যুগের শুরু


প্রকাশিত: ০৭:০৬ এএম, ১৪ জুলাই ২০১৫

যখন ক্যারিয়ার শুরু করেছিলেন তখন খুব ভালো বন্ধু ছিলেন। একসাথে অভিনয়ও করেছেন শাহরুখ ও সালমান খান। তারপর মাঝপথে এসে একে অপরের প্রকাশ্য শত্রুতে পরিণত হন। একজন অন্যজন ছায়া মাড়াতেন না। এমনকি একজন যে নায়িকা সাথে অভিনয় করতেন অন্যজন চেষ্টা করতেন সেই নায়িকাকে এড়িয়ে যেতে।

শাহরুখ শিবিরে যা নিয়ম সালমান শিবিরে তাই অপরাধ। এমনই ছিলো দুই নায়কের সম্পর্ক। তবে আশার কথা হলো সবকিছু ভুলে তারা এখন এক আত্মায় দুই প্রাণের মানুষ। মূলত সালমানের বোন অর্পিতার বিয়ে দিয়েই তাদের বন্ধুত্বের নতুন করে শুরু। তারপর সেটি শাহরুখ পাকা করে নিয়েছেন সালমানের জেল হবার সময় তার বাড়িতে হাজির হয়ে সবাইকে সমবেদনা জানিয়ে। আর সালমানের মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘বজরঙ্গি ভাইজান’র প্রথম লুক নিজের টুইটারে শেয়ার করে শাহরুখ জানান দিলেন এই সম্পর্ক বলিউডে নতুন যুগের শুরু করতে যাচ্ছে।

তবে এই যুগের নেতৃত্বে বাদ যাচ্ছেন না আরেক খান আমিরও। শাহরুখ ও আমির দু’জনই বন্ধুর প্রোডাকশনের প্রথম ছবির প্রথম লুক টুইটারে শেয়ার করেছেন। তাই বন্ধুত্বের উপহার হিসেবে সালমানও এবার ঠিক করেছেন নিজের ছবির বিশেষ স্ক্রিনিং করবেন বন্ধুর জন্যই৷ তার দলের তরফে খোঁজ নেওয়া হচ্ছিলো শাহরুখ কবে ফাঁকা আছেন৷ তবে এক বন্ধু হাজির হলে, অন্য বন্ধুই বা বাদ যান কেন! বিশেষত তিনিও যখন বন্ধুর ছবির প্রচার করতে কোনও কসুর করেননি৷ হ্যাঁ, তাই সালমানের টিমের তরফে খোঁজ নেওয়া হচ্ছে আমির খান-এর সময় সম্পর্কেও৷ সালমানের পরিকল্পনা, শাহরুখ এবং আমির- দুই বন্ধুকে নিয়ে একসঙ্গে ছবির বিশেষ স্ক্রিনিং করবেন৷

এই অবস্থায় সালমান যখন নিজের প্রোডাকশনের প্রথম ছবি নিয়ে এতোটাই আশাবাদী এবং উত্তেজিত, দুই প্রাণের বন্ধু ছাড়া আর কাদেরকেই বা পাশে চাইবেন এই সময়! মানবজাতির ভালোর জন্য শান্তির বাণী প্রচারকারি এই ছবি সম্পর্কে শাহরুখ এবং আমিরও কিন্তু কম আশাবাদী নন৷

বলিউড বোদ্ধারা এই তিন খানের বন্ধুত্বে নড়েচড়ে বসেছেন। তারা ভাবছেন, খুব শিগগির বুঝি তিনজনকেই এক ছবিতে নায়ক হিসেবে দেখা যাবে। আর যদি সেটা হয়, বলার অপেক্ষা রাখে না-বাজিমাত হবে বলিউড।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।