শহীদ মিনারে দাঁড়িয়ে রনির ‘বিদ্বেষী’ স্লোগান
‘মাতৃভাষায় নাই প্রীতি যার, নাই যার পিছু টান, অধিকার নেই কণ্ঠে ধরার, প্রভাত ফেরীর গান। তোরা যারা সভ্য হওয়ার বাহানায় ভীনদেশী, তোদের প্রতি শহীদ মিনার, হলো আজ বিদ্বেষী।’- এমনই গানের কথায় কণ্ঠে আগুন ঝরিয়েছেন আসাদুজ্জামান রনি। গানটি ভিডিওসমেত মুক্তি পেয়েছে ইউটিউবে। ভাষার মানে প্রকাশিত গানটি বেশ আলোচিত হয়েছে। তবে রনি বলছেন, ‘এটা গান নয় স্লোগান।’
রনি পেশায় শিক্ষক, রক্তে বিপ্লব, কলম চলে সাহিত্যের বিভিন্ন শাখায়, করছেন বই সম্পাদনাও; এতটুকুই জানতেন সবাই। এবার মাইক্রোফোন হাতে এ এক অন্য রনিকে পাওয়া গেল।
রনি জানান, লাল সবুজ পতাকার ক্রীতদাস হবে দেশের প্রত্যেকটা মানুষ, এমন স্বপ্ন দেখেন তিনি। স্বপ্নপূরণের দায়বদ্ধতা আছে যেহেতু, নিজেকে ক্রমেই ছড়িয়ে দিচ্ছেন সর্বত্র। ভাবনায়, লেখায়, কথামালায়। একুশে ফেব্রুয়ারি এলেই যত্ন বাড়ে শহীদ মিনারের। অথচ অন্য সময় শহীদ মিনারের আশপাশ নোংরা করে মানুষ, পূত-পবিত্র শহীদ বেদীতে জুতো পায়ে উঠে পড়ে, ব্যানার টানিয়ে দেয়, আরও কত কী! সময়কার চেনা দৃশ্য এমনই। কয়েকটা প্রজন্ম এভাবেই বেড়ে উঠছে, এই লজ্জাজনকভাবেই।
শহীদ মিনারের সেইসব বিদ্বেষ, চোখ মেলে দেখেছেন রনি। তিনি বিশ্বাস করেন- ‘শহীদ মিনার উপাসনালয়, অন্য কিছু তো নয়’। ‘বিদ্বেষী’ শ্লোগানের সমন্বয়ক- আহম্মেদ হুমায়ূন এবং চিত্র নির্দেশক, সঞ্জয় সমদ্দার। বিদ্বেষ গানটি পাওয়া যাবে আসাদুজ্জামান রনি’র নিজস্ব ইউটিউব চ্যানেলে।
গানটির লিংক :
এমএবি/ এলএ/পিআর