ববির বিজলী চলচ্চিত্রের সঙ্গী বিজলী ক্যাবলস

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৪ পিএম, ০৬ এপ্রিল ২০১৮

অভিনেত্রী হিসেবে অনেক আগেই দর্শক মাতিয়েছেন চিত্রনায়িকা ববি। এবার তিনি হাজির হতে যাচ্ছেন প্রযোজক হিসেবে। আসছে ১৩ এপ্রিল সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে ববি প্রযোজিত প্রথম ছবি ‘বিজলী’। ইফতেখার চৌধুরী পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে প্রায় শতাধিক সিনেমা হলে।

ছবিটি পরিবেশনা করছে ববির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার ফিল্মস। ছবিটির নিবেদনে সঙ্গী হচ্ছে দেশের জনপ্রিয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য বিজলী ক্যাবলস। ববির ‘বিজলী’র প্রচার ও প্রসারে কাজ করবে প্রতিষ্ঠানটি। বিষয়টি নিশ্চিত করেছেন ‘বিজলী’ সিনেমার পরিচালক।

‘বিজলী’ হতে যাচ্ছে দেশের প্রথম সুপার হিরো ধাঁচের চলচ্চিত্র। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছন অভিনেত্রী ববি। সুপার ওম্যানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। এখানে তার নায়ক ওপার বাংলার রণবীর। এরইমধ্যে ছবিটির ট্রেলার ও গান ইউটিউবে প্রকাশ হয়েছে। সেগুলো বেশ প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে।

অভিনেত্রী ববি জাগো নিউজকে বলেন, ‘বিগ বাজেটের ছবি ‘বিজলী’। এখানে উন্নত প্রযুক্তির ব্যবহার হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত থেকে ছবিটির ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ করানো হয়েছে। তাছাড়া শুটিং করা হয়েছে ইউরোপ, আইসল্যান্ড, দার্জিলিংসহ কয়েকটি দেশে। বেশ কিছু শ্রুতিমধুর গান রয়েছে। আছে চমৎকার গল্প ও অভিনয়ের ছোঁয়া।’

ভিশন ইলেকট্রনিক্সের সেলস ও মার্কেটিং ভিশনের জেনারেল ম্যানেজার মাহাবুবুল ওয়াহিদ বলেন, ‘আমরা ‘বিজলী’ ছবিটির সঙ্গে সম্পৃক্ত হতে যাচ্ছি। ববির ‘বিজলী’ ছবিটি আমাদের চলচ্চিত্রের মুকুটে নতুন সাফল্যের পালক যোগ করবে বলেই মনে করছি। আশা করছি এই ছবির সঙ্গে আমাদের যাত্রা হবে চমৎকার অভিজ্ঞতার।’

‘বিজলী’ ছবিতে ববি-রণবীর ছাড়াও অভিনয় করেছেন নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও কলকাতার শতাব্দী রায়। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আহমেদ রুবেল ও শিমুল খান। এছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।