আবুল হায়াতের নাটক ‘আপোষ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৪ আগস্ট ২০১৮

আবুল হায়াত একজন অভিনেতা, নাট্যকার, নাট্য পরিচালক এবং প্রকৌশলী। এক হাজারেরও বেশি টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। মঞ্চ, রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সমান তালেই নাটক নির্মাণ করে চলেছেন তিনি। সেই ধারাবাহিকতায় ঈদুল আজহাকে সামনে রেখে একটি নাটক নির্মাণ করেছেন আবুল হায়াত। নাটকটির নাম ‘আপোষ’।

কথাসাহিক্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নির্মিত এই নাটকটিতে অভিনয় করেছেন শবনম ফারিয়া, শিল্পী সরকার অপু, তারিক আনাম খান ও আবুল হায়াত নিজেই।

নাটকটির গল্পে দেখা যাবে, ডা. আনিসুজ্জামান ছাপোষা মানুষ। সরকারি চাকরি থেকে অবসর নিয়ে এখন একটা ওষুধের দোকানে পার্টটাইম বসেন তিনি। স্ত্রী নিশাত বানুকে নিয়ে চার সন্তানের সংসার তার। বড় ছেলে বিয়ে করে আলাদা থাকে। মেজ ছেলে বিয়ে করে বাপের ঘাড়ে বসে খায়। বড় মেয়ে রুম্মার বিয়ে দিয়েছিলেন একমেধাবী ছেলের সাথে। সে হঠাৎ করেই বিশাল ব্যবসায়ী এখন।

ছোট মেয়ে টুম্পা লেখাপড়া শেষ করে দেশ উদ্ধারে ব্যস্ত। অনেকদিন পর জামাই জামিল এসেছে ঢাকায় শ্বরশুর বাড়িতে টাকা চাইতে। ব্যবসায়ে কি যেন সমস্যা চলছে! টাকা দেওয়ার ক্ষমতা আনিস সাহেবের নেই। তাতে মেজাজ খিচড়ে যায় জামিলের। রাত্রে নেশাটেশা করে ছোটবৌকে নিয়ে কেলেঙ্কারি ঘটায়। টুম্পা শুধু প্রতিবাদই করে না, চরম অপমান করে দুলাভাইকে। আনিস সাহেব ছাপোষা মানুষ জীবনে শুধু আপোষ করেই চলেছেন সবকিছুর সাথে। এবারও চুপ রইলেন বরং মেয়েকেই ভর্ৎসনা করেন। কিন্তু জামিল অপমান ভুলতে পারল না। এবার অন্য এক পন্থা আবিষ্কার করল অপামনের প্রতিশোধ নিতে। কি সেই পন্থা? দেখা যাবে নাটকটিতে।

নির্মাতা সূত্রে জানা যায় চ্যানেল আইতে ‘আপোষ’ নামের এই নাটকটি প্রচার হবে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে।

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।