নেটফ্লিক্সে সবচেয়ে জনপ্রিয় ১০টি সিনেমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২৩ জুলাই ২০২০

বিনোদনের পৃথিবী এখন অনলাইনে। এখানেই সিনেমা মুক্তি পাচ্ছে, হচ্ছে হিট সুপারহিট। আর অনলাইনে বিনোদনের সবচেয়ে বড় প্লাটফর্ম নেটফ্লিক্স।

এরইমধ্যে ১৯৩ মিলিয়ন গ্রাহক নিদিষ্ট অর্থের বিনিময়ে নিয়মিত এই অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইট থেকে বিনোদন উপভোগ করছেন। এখান থেকেই টের পাওয়া যাই আমেরিকান মালিকানাধীন এ প্লাটফর্মটির জনপ্রিয়তা।

সম্প্রতি নেটফ্লিক্স তাদের সবচেয়ে জনপ্রিয় ১০ সিনেমার তালিকা প্রকাশ করেছে। সেইসঙ্গে তারা জানিয়েছে কোন সিনেমার দর্শক সংখ্যা কত।

১/ এক্সট্রাকশন। এ সিনেমার দর্শক সংখ্যা ৯ কোটি ৯০ লাখ। এর গল্পে রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপট।

২/ বার্ড বক্স সিনেমাটি ৮ কোটি ৯০ লাখ দর্শক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

৩/ তিন নম্বরে থাকা স্পেন্সার কনফিডেন্সিয়াল ছবির দর্শক ৮ কোটি ৫০ লাখ।

৪/ সিক্স আন্ডারগ্রাউন্ড আছে ৬ নম্বরে। ছবিটি বিশ্বের নানা দেশের ৮ কোটি ৩০ লাখ দর্শক উপভোগ করেছেন।

৫/ থ্রিলার রহস্যের গল্প নিয়ে নির্মিত মার্ডার মিস্টেরি সিনেমাটিকে নেটফ্লিক্স ৫ নম্বরে স্থান দিয়েছে। এর দর্শক ৭ কোটি ৩০ লাখেরও বেশি।

৬/ দ্য আইরিশম্যান ছবিটি ৬ কোটি ৪০ লাখ দর্শক নিয়ে অবস্থান করছে এ তালিকার ৬ নম্বরে।

৭/ ট্রিপল ফ্রন্টিয়ার ছবির দর্শক ৬ কোটি ৩০ লাখেরও বেশি। এটি রয়েছে ৭ নম্বরে।

৮/ দ্য রং মিসি সিনেমাটি ৫ কোটি ৯০ লাখ দর্শক দেখেছেন। এটি তালিকায় অষ্টম।

৯/ ৫ কোটি ৬০ লাখ দর্শকের দেখা দ্য প্ল্যাটফর্ম ছবিটি সেরা দশের তালিকায় ৯ নম্বরে।

১০/ সর্বশেষ ১০ নম্বরে অবস্থান করছে দ্য পারফেক্ট ডেট ছবিটি। ৪ কোটি ৮০ লাখ দর্শক দেখেছেন এ ছবি।

তথ্যসুত্র ও ছবি : গার্ডিয়ান

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।