ফারহার সঙ্গে শাহরুখ


প্রকাশিত: ০২:০৭ পিএম, ০৪ নভেম্বর ২০১৪

‘হ্যাপি নিউ ইয়ার’-এর সাফল্যের পর আবার ফারহা খান নিজের বেস্ট ফ্রেন্ড শাহরুখের সঙ্গে আবারও একটা সিনেমা করবেন বলে ঠিক করে ফেলেছেন। ফারহা খান সম্প্রতি একটা গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, উনি ইতিমধ্যেই নতুন সিনেমা নিয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছেন। আর এই ছবিতেও থাকবেন কিং খান।

ফারহা এর আগেও শাহরুখের সঙ্গে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছাড়াও ‘ম্যায় হুঁ না’ আর ‘ওম শান্তি ওম’ এর মতো ব্লকবাস্টার ছবি বানিয়েছেন। তবে দুজনের বন্ধুত্ব একসময় বিষিয়ে ওঠে ফারহা খানের স্বামী শিরিষ কুন্দরের কারণে। পরে অবশ্য সব ব্যবধান মিটিয়ে আবার ওঁরা ‘বেস্ট ফ্রেন্ডস’ হয়ে যান।

শোনা যায় শাহরুখ পত্নী গৌরী নাকি নিজে তৎপর হয়ে শাহরুখ আর ফারহার ব্যবধান মিটিয়ে দেন। আসলে ফারহার সঙ্গে ঝামেলা হওয়ার পর শাহরুখ নাকি বেশ মনমরা হয়ে থাকতেন, তাই গৌরী দুই বন্ধুর ঝামেলা মিটিয়ে দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।