বাংলাদেশী ছবিতে পাউলি
বাংলাদেশী ছবিতে কাজ করবেন পাউলি দাম। পরিচালক হাসিবুর রেজা কল্লোলের পরবর্তী ছবি ‘সত্তা’ তে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে। আর এই ছবির শুটিংয়ের জন্য আগামী ১৫ই নভেম্বর ঢাকায় আসবেন এই টলিসুন্দরী। ১৬ তারিখ থেকে শুরু হবে ছবির শুটিং।
সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে ছবির পরিচালক জানিয়েছেন, আমি পাউলিকে আমার ছবির স্ক্রিপ শুনিয়েছি। তাঁর স্ক্রিপ শুনে ভাল লেগেছে। তিনি আমার ছবিতে কাজ করতে চান। আমার সঙ্গে পাউলির এই ছবির সম্পর্কে চূড়ান্ত আলোচনা হয়ে গেছে।