যে গানে মিশে আছে প্রবাসীদের কান্না
দিনের পর দিন তারা পড়ে থাকেন বিদেশে। দেশের মাটি, আলো-বাতাস থেকে তারা বঞ্চিত। বাবা-মা-স্ত্রী-সন্তানের ভালোবাসাকে তারা ত্যাগ করে অক্লান্ত পরিশ্রমে জীবন কিংবা ভাগ্যের চাকা ঘুরিয়ে চলেন কেবলই একটু ভালো থাকার প্রত্যাশায়। এদিকে মাস শেষ না হতেই পরিবারের সদস্যরা নানা বায়না নিয়ে অপেক্ষায় থাকে প্রবাসে থাকা মানুষটি টাকা পাঠাবে। সবার চাহিদা মেটাবে।
কিন্তু ক’জন সেইসব প্রবাসীদের দিনযাপনের খবর রাখে! ক’জনই জানতে চায় কেমন আছেন সবকিছু ছেড়ে জীবীকার তাগিদে বিদেশে পড়ে থাকা মানুষটি। তারা কী খাচ্ছে, কী করছে- এটুকু প্রশ্ন করারও সময় হয় না হয়তো কারো। সবার আগ্রহ শুধু কবে আসবে টাকা? প্রবাসে যাওয়া মানুষটি যেন রক্ত-মাংসের বদলে তখন শুধুমাত্র টাকার মেশিন।
এমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে গান ‘টাকার মেশিন’। রিপন মাহমুদের কথায় আবেগমাখা এ গানটিতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ। এর সুর-সংগীতও করেছেন শিল্পী নিজেই। গানটি ভিডিও আকারে প্রকাশ হয়েছে ভয়েস টুডে’র ইউটিউব চ্যানেলে।
এর ভিডিওতে মডেল হিসেবে দেখা গেল সংগ্রাম, জিতু ও রনিকে। সঙ্গে আছেন শিল্পী আকাশ মাহমুদও। এখানে চারজনকেই দেখা গেছে প্রবাসীদের চরিত্রে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এন এ খোকন।
গানটি নিয়ে শিল্পী আকাশ মাহমুদ বলেন, ‘যারা অক্লান্ত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন সেইসব মানুষদের দিনগুলো কেমন কাটে বিদেশে, সেই খবর কি কেউ রাখি? এই প্রশ্ন মনে নিয়েই গানটি গেয়েছি। চেষ্টা করেছি প্রবাসীদের জীবনটাকে ছোট্ট পরিসরে তুলে ধরার।’
গীতিকার রিপন মাহমুদ বলেন, ‘নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে গানটি লিখেছি। যারা ভাগ্য বদলাতে বিদেশে পাড়ি দিয়েছেন তারা যে শুধু টাকার মেশিন নয় এ উপলব্দিটা যেন গানটি শুনে জন্মায়। তবেই আমাদের সবার শ্রম স্বার্থক হবে।’
এলএ/এমকেএইচ