অনুমতি পেল দীঘির আরেক সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ১৪ মার্চ ২০২১

‘সাথিহারা নাগিন’খ্যাত নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে যাত্রা করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। অভিষেকটা মোটেও ভালো হয়নি শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করা এই অভিনেত্রীর। মানহীন নির্মাণ ও দুর্বল গল্পের সমালোচনা তো ছিলই। ভাগ্যে জুটেনি দর্শকও। গত ১২ মার্চ মুক্তি পাওয়া সিনেমাটি সাড়া পায়নি একদমই।

নতুন আশায় বুক বেঁধেছেন দীঘি। মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। আজ রোববার (১৪ মার্চ) আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত এ সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ সারাদেশে মুক্তি পাবে এটি। ছবির পরিচালক সেলিম খান এ তথ্য জানিয়েছেন।

এই চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে শান্ত খানকে। এতে শান্ত খানের সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেছেন দীঘি।

এ প্রসঙ্গে সেলিম খান বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও কেউ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি। সেটি আমরা প্রথমবার নির্মাণ করেছি। চলচ্চিত্রটি আগামী ২৬ মার্চ সারাদেশের প্রেক্ষাগৃহে দেখতে পারবেন চলচ্চিত্রপ্রেমীরা।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোরের আদর্শ এবং সঠিক ইতিহাসের অনেক কিছু এখনো নতুন প্রজন্মের কাছে অজানা। সেসব ইতিহাস নতুন প্রজন্মকে জানাতেই নির্মাণ করেছি ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি। আশা করছি সবার কাছে উপভোগ্য হবে এটি।’

সব প্রেক্ষাগৃহের পাশাপাশি এই চলচ্চিত্রটি বাংলাদেশ শিল্পকলা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সব স্কুল-কলেজে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে বলে জানান এই পরিচালক।

স্টোরি স্প্ল্যাশ মিডিয়া ও পিংকি খান প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন শাপলা মিডিয়া ও শাপলামিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার মো. সেলিম খান। চিত্রনাট্য রচনা করেছেন শামীম আহমেদ রনি।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও নানা চক্রান্তের ঘটনা নিয়ে শাপলা থেকে নির্মিত হয়েছে ‘আগস্ট ১৯৭৫’। এটিও মুক্তির অপেক্ষায়।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।