করোনা আক্রান্ত রিয়াজ, যাওয়া হচ্ছে না মুম্বাই

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ০২ এপ্রিল ২০২১

'বঙ্গবন্ধু' সিনেমায় তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ৷ শুটিংয়ে অংশ নিতে মুম্বাই যাওয়ার কথা ছিলো তার৷ কিন্তু সে শুভযাত্রায় প্রতিবন্ধক হয়ে এলো করোনাভাইরাস।

মুম্বাই যাওয়ার আগে শুটিংয়ের নিয়মমাফিক করোনার টেস্ট করাতে গিয়ে জানা যায় করোনায় আক্রান্ত 'হাজার বছর ধরে' সিনেমার এ নায়ক।

রিয়াজ জানান, গেল ২৮ মার্চ করোনার নমুনা পরীক্ষা করান৷ ২৯ মার্চ রিপোর্ট আসে তার করোনা পজিটিভ।

রিয়াজ জাগোনিউজকে বলেন, 'আমি স্বাদ-গন্ধ সবই পাচ্ছি। শুধু শরীরে ব্যথা আছে। দুর্বলতাও। এছাড়া করোনার উপসর্গ তেমন কিছু নেই৷ চিকিৎসকরা বলছেন এটা করোনার নতুন একটি ধরন। উপসর্গগুলো প্রকাশ পায় না।'

আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন রিয়াজ। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন৷ স্বাভাবিক খাবারও খাচ্ছেন।

সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াজ৷

প্রসঙ্গত, রিয়াজ অভিনীত 'অপারেশন সুন্দরবন' সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে দীপঙ্কর দীপন পরিচালিত চলচ্চিত্রটি আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।