হাসপাতালে ভর্তি অভিনেত্রী কবরী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ০৭ এপ্রিল ২০২১

করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী সারাহ বেগম কবরী। শারীরিক কিছু জটিলতা থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ অভিনেত্রী বর্তমানে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন। গত ৫ এপ্রিল রাতে তাকে হাসপাতালে নেয়া হয়।

হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানায়, চলতি সপ্তাহেই জ্বর আসে কবরীর। শরীরে ব্যথাও ছিল। করোনা নমুনা পরীক্ষা করানো হলে রিপোর্টে পজিটিভ আসে।

প্রসঙ্গত, সুভাষ দত্তের পরিচালনায় ১৯৬৪ সালে 'সুতারাং' সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান নারায়ণগঞ্জের মেয়ে কবরী। এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি।

সিনেমা প্রযোজনাও করেছেন। পরিচালক হিসেবেও তৈরি করেছেন সিনেমা। দীর্ঘ ১৪ বছর পর হাত দিয়েছেন দ্বিতীয় সিনেমা নির্মাণে। ‘এই তুমি সেই তুমি’ নামের ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কবরী। সরকারি অনুদানের এ ছবিতে অভিনয়ও করবেন তিনি। কবরী পরিচালিত প্রথম সিনেমার নাম 'আয়না'।

এই কিংবদন্তি চলচ্চিত্র তারকা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।