শেষ কাজ অসমাপ্ত রেখেই চলে গেলেন কবরী
ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ বলা হয় তাকে৷ মিষ্টি হাসি আর অভিনয়ের নৈপুণ্য দিয়ে তিনি মাতিয়ে রেখেছিলেন দর্শক৷ নায়ক রাজ্জাকের সঙ্গে সফল জুটি হিসেবে হয়ে উঠেছিলেন তার যুগের প্রেমিকদের মনের রানি।
নায়ক ফারুকের সঙ্গে ব্লকবাস্টার ‘সুজন সখী’ করে তিনি হয়ে উঠেছিলেন সবার প্রিয় সখী, বুলবুল আহমেদের সঙ্গে বিখ্যাত দেবদাসের পার্বতী৷ বলছি কবরীর কথা।
শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন কবরী। তার মৃত্যু মধ্যরাতে শোকের বিষাদ ঢেলে দিয়েছে সংস্কৃতি অঙ্গনে।
নায়িকা কবরী পরিচালনায় নাম লিখিয়েছিলেন ২০০৮ সালে৷ নির্মাণ করেছিলেন ‘আয়না’ নামের সিনেমা। এরপর সর্বশেষ হাত দিয়েছিলেন আরও একটি সিনেমার কাজে৷ সরকারি অনুদানের এই সিনেমার নাম ‘এই তুমি সেই তুমি’।
ছবির বেশ কিছু অংশের শুটিং শেষ করেছিলেন৷ সাবিনা ইয়াসমিনকে দিয়ে তৈরি করিয়েছিলেন গানও।
কিন্তু সেই সিনেমা অসম্পূর্ণ রেখেই চিরবিদায় নিলেন কবরী৷ অসম্পূর্ণ থেকে গেল কিংবদন্তী অভিনেত্রীর অনেক স্বপ্নও।
এলএ/এমআরআর