বলিউডে ফের দুঃসংবাদ, করোনা উপসর্গে মারা গেলেন ফিল্ম এডিটর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ০৫ মে ২০২১
অজয় শর্মা

ফের দুঃসংবাদ বলিউডে। এবার মারা গেলেন তরুণ ফিল্ম এডিটর অজয় শর্মা। তিনি করোনা উপসর্গ নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।

বুধবার (৫ মে) নয়াদিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে মারা যান। দুই সপ্তাহ ধরে তিনি আইসিইউতে ছিলেন।

অজয় শর্মার মৃত্যুর খবর টুইটারে জানিয়ে অভিনেত্রী শ্রিয়া পিলগাঁওকার লেখেন, ‘বিধ্বস্ত শব্দটা খুব ছোট হয়ে যাবে। আমরা অজয় শর্মাকে হারালাম, শুধু একজন অসাধারণ ফিল্ম এডিটর নয়, এক বিশাল মনের মানুষও।’

অজয় শর্মা বরফি, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, অগ্নিপথ, কাই পো চে, লাইফ ইন এ মেট্রো, ডারটি পিকচার-এর মতো ছবির কো এডিটর হিসেবে কাজ করেছেন। এমনকি তিনি ‘জলি’ নামের শর্টফিল্ম পরিচালনা করেছিলেন।

এছাড়া, বহু জনপ্রিয় হিন্দি ছবির এডিটিং করেছেন অজয় শর্মা। তার মধ্যে অন্যতম-জগ্গা জাসুস, লুডো, কারওয়াঁ, কারুকাজ, তুম মিলে, প্যায়ার কা পঞ্চনামা। সূত্র : হিন্দুস্তান টাইমস, এবিপি

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।