আবারও আইসিইউতে নায়ক ফারুক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২৬ মে ২০২১

শারীরিক সঙ্কট কাটছেই না ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুকের। কিছুদিন আগে খানিকটা সুস্থ হয়েছিলেন। আনা হয়েছিল সাধারণ কেবিনে।

তবে এ নায়ক, রাজনীতিবিদ ও ব্যবসায়ীর স্ত্রী ফারহানা ফারুক জাগো নিউজকে নিশ্চিত করেছেন, আবারও আইসিইউতে নেয়া হয়েছে ‘সুজন সখী’র সুজনকে।

বর্তমানে ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই চিকিৎসা চলছে তার।

ফারহানা ফারুক সিঙ্গাপুর থেকে জানান, দীর্ঘদিন কোমায় থাকার পর খানিকটা উন্নতি হয়েছিল ফারুকের। তাকে নেয়া হয়েছিল সাধারণ কেবিনে। কিন্তু দুদিনের মধ্যেই জটিলতা দেখা দেয়। তার জ্বর আসে। পরে আবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফারুকের স্ত্রী।

প্রসঙ্গত, নায়ক ফারুক গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।