লুৎফর হাসানের নতুন গান ‘অন্য আমি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১৮ জুলাই ২০২১

ধ্রুব মিউজিক স্টেশনের ঈদ আয়োজনে ২৮ জুলাই প্রকাশ পাচ্ছে শামীম রেজার কথায় লুৎফর হাসানের গান ‘অন্য আমি’।

গানের গীতিকার প্রবাসী। দেশের ফেলে আসা স্মৃতি রোমন্থনে তিনি শব্দ কথায় এঁকেছেন এক বাউন্ডুলে জীবন। সেই কথা ও সুরে বেঁধেছেন লুৎফর হাসান।

গানটির সংগীত আয়োজনে আমজাদ হোসেন।

গাজীপুরের কালীগঞ্জের এক দৃষ্টিনন্দন লোকেশনে চিত্রায়িত হয়েছে গানের ভিডিও। ভিডিও পরিচালনা করেছেন আল মাসুদ।
শামীম রেজা জানান, লুৎফর আমার ভীষণ স্নেহের ছোট ভাই। তার গান আমার ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই তার জন্য এই গান লেখা।

লুৎফর হাসান বলেন, 'শামীম ভাই মূলত আমাকে ভেবেই গানটি লিখেছেন, গান সংশ্লিষ্ট সবাই বেশ মনোযোগে কাজ করেছেন যা আমার জন্য আনন্দের।‘

গানটি ২৮ জুলাই ধ্রুব মিউজিক স্টেশনের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি বিদেশি একাধিক অ্যাপে।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।