পদ্মশ্রী পেলেন করণ-একতা, কঙ্গনা ও আদনান সামি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৯ নভেম্বর ২০২১

ঘোষণা দেওয়া হয়েছিলো গেল বছরই। তারপর থেকেই ছিলো অপেক্ষা। কবে হাতে উঠবে রাষ্ট্রের শ্রেষ্ঠ স্বীকৃতি । অবশেষে অপেক্ষার দিন ফুরালো বলিউডের গুণি প্রযোজক ও নির্মাতা করণ জোহরের। গতকাল তার হাতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এ সম্মাননা তুলে দিয়েছেন।

এদিন রাষ্ট্র ভবনে একই সম্মাননা নিয়েছেন প্রযোজক ও পরিচালক একতা কাপুর, অভিনেত্রী কঙ্গনা রানাউত ও কণ্ঠশিল্পী আদনান সামি।

পদ্মশ্রী ভারতের চতুর্থ বেসামরিক সম্মান। নানা বিষয়ে বিশেষ অবদান রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে নাগরিকদের এই পদক প্রদান করে ভারত।

এবার করোনা পরিস্থিতি মাথায় রেখেই আয়োজন করা হয়েছিলো পদ্মশ্রী প্রদানের অনুষ্ঠান। সেখানে রাষ্ট্রপতির পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতের অনেক গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে কঙ্গনা পরে এসেছিলেন ক্রিম ও সোনালি রঙের শাড়ি। কানে ছিল তার সব সময়ের পছন্দের ঝুমকা। অন্যদিকে আদনান সামিকে দেখা গেছে কালো শেরোয়ানিতে।

করণ জোহর আসেন কালো কোট ও কালো রংয়ের মোটা ফ্রেমের চশমা পরে। অ্যাওয়ার্ড নেয়ার সময় একতা কাপুরও ছিলেন হাস্যোজ্বল।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।