জন্মদিনে নতুন চ্যানেল নিয়ে হাজির শাবনূর
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তার অনেক সিনেমা আজও বাংলা সিনেমাপ্রেমীদের মনে দোলা দিয়ে যায়। অনেকদিন হলো তিনি নেই অভিনয়ে। থাকেন অস্ট্রেলিয়ায়। সেখানে ছেলে ও ভাইবোনের সঙ্গে বসবাস তার। প্রায়ই শোনা যায় অভিনয়ে ফিরবেন। কিন্তু সেটা কবে তা এখনো নিশ্চিত নয়।
কিছুদিন আগেই জানিয়েছিলেন, এবারের জন্মদিনটা দেশেই উদযাপন করবেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। কিন্তু করোনার জন্য দেশে আসতে পারছেন না তিনি। তবে ভক্ত-দর্শকদের হতাশ করবেন না তিনি। জন্মদিনে ভক্ত-দর্শকদের বিশেষ উপহার হিসেবে নতুন ইউটিউব চ্যানেল খুলে নতুন ভিডিও প্রকাশ করবেন তিনি।
গত ১৭ ডিসেম্বর ছিল শাবনূরের ৪৩তম জন্মদিন। দেশে-বিদেশে ছড়িয়ে থাকা তার ভক্তরা নানা আয়োজনে উদযাপন করেছে প্রিয় নায়িকার জন্মদিন। আর নায়িকাও তার কথা রেখেছেন। সুদূর অস্ট্রেলিয়ায় বসে নতুন ইউটিউব চ্যানেল খুলে সেখানে প্রকাশ করেছেন নতুন ভিডিও।
তার সঙ্গে ছিলেন খুদে ইউটিউবার ইনাইয়া। দু’জনার দুষ্টুমি দিয়ে ভিডিও’র শুরু হলেও নতুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়েছেন শাবনূর।
শাবনূরের ভাষ্য, ‘হ্যালো বন্ধুরা স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আবারও ফিরে এলাম তোমাদের মাঝে। ভীষণ ভীষণ ভালো লাগছে।’ এরপর নতুন এই চ্যানেলটির সঙ্গে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন শাবনূর।
এর আগে অস্ট্রেলিয়ায় থেকেই ভক্তদের সঙ্গে যুক্ত থাকার জন্য তিনি খুলেছেন ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল। তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় বেশ কিছু ভিডিও। কিন্তু হুট করে এই অভিনেত্রী হ্যাকিংয়ের শিকার হন। সেসময় ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম নিজের নিয়ন্ত্রণে আনতে পারলেও ইউটিউব চ্যানেলটি হাতছাড়া হয় তার। তাই জন্মদিনে নতুন ইউটিউব চ্যানেল তিনি।
২০১৫ সালে মুক্তি পায় শাবনূর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘পাগল মানুষ’। ছবিটি অসমাপ্ত রেখে এর পরিচালক এম এম সরকার মারা গেলে বদিউল আলম বাকি কাজ শেষ করেন।
শাবনূরের নতুন চ্যানেল: www.youtube.com
এমআই/এলএ/এমএস