অভিনয়ে ফিরলেন শাবনূর


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২২ নভেম্বর ২০১৪

শাবনূর অভিনীত `এমনও তো প্রেম হয়` ছবির সব শ্যুটিং শেষ হলেও প্রথমে প্রযোজকের ঢিলেমিতে থেমে যায় কাজ। পরে শাবনূর অস্ট্রেলিয়াতে চলে যাওয়ায় বেকায়দায় পড়েন পরিচালক। শেষ পর্যন্ত দুই বছর আটকে থাকার পর আলোর মুখ দেখতে যাচ্ছে শাবনূর অভিনীত এ সিনেমা।

ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানান, সম্প্রতি শাবনূর দেশে ফিরে আসায় তার এবং ছবিটির প্রযোজকের দীর্ঘ অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে।

মানিক বলেন, `বিশ-পঁচিশ দিন পরেই এর শ্যুটিং অাবার শুরু করতে যাচ্ছি। শাবনূরও ওই সময়ে শিডিউল দেওয়ার জন্য রাজি হয়েছেন। আশা করছি অসমাপ্ত কাজটুকু শেষ করতে পারব।`

রোমান্টিক ধাঁচের এই ছবিতে অারও অভিনয় করেছেন ফেরদৌস, ববিতা ও ইমন। অার শাবনূর অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ছিল `কিছু আশা কিছু ভালোবাসা`। এটিও বানিয়েছিলেন একই পরিচালক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।