৭ বছর পর আসছে অনন্ত-বর্ষার সিনেমা, প্রকাশ হলো গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৫ মার্চ ২০২২

ঢালিউডের তুমুল জনপ্রিয় জুটি চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। ২০১৪ সালের জুলাই মাসে তাদের ‘মোস্ট ওয়েলকাম ২’ সিনেমাটি মুক্তি পায়। দীর্ঘ ৭ বছর পর মুক্তি পেতে যাচ্ছে এ জুটির নতুন সিনেমা। নাম ‘দিন: দ্য ডে’।

ইরানের সাথে যৌথ প্রযোজনায় সিনেমাটি বানাতে খরচ হয়েছে প্রায় ১২০ কোটি টাকা। ছবির বাংলাদেশি প্রযোজনা সংস্থা মুনসুন ফিল্মসের চেয়ারম্যান অনন্ত জলিল এই তথ্য নিশ্চিত করেছেন আগেই।

বহুল প্রতীক্ষিত সেই সিনেমা রয়েছে মুক্তির মিছিলে। গত ৩ মার্চ উত্তরার হাভেলি রেঁস্তোরায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অনন্ত ঘোষণা দিয়েছেন, আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে ‘দিন: দ্য ডে’।

সেদিন ছবির একটি গান প্রকাশের ঘোষণাও দেন অনন্ত। গতকাল শুক্রবার অনন্ত জলিলের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।

‘তোকে রাখবো খুব আদরে’ শিরোনামে গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সংগীতের পাশাপাশি গানটিতে কণ্ঠও দিয়েছেন ইমরান মাহমুদুল। তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন আনিসা।

ইরানের চোখ ধাঁধানো সব লোকেশনে গানটির চিত্রায়নে অংশ নিয়েছেন অনন্ত জলিল ও ছবির নায়িকা বর্ষা।

নতুন ছবির প্রথম গান নিয়ে অনন্ত বলেন, ‘দুইবার সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে নিতে হয়েছে। করোনার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। এজন্য খারাপ লাগছিল। আশা করছি আসছে কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাবে।

এরই অংশ হিসেবে আমরা ছবির গান প্রকাশ করেছি। আমাদের নতুন গান ভালো লাগবে।’

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।