‘মন্টু পাইলট’ নিয়ে দর্শকদের নজরে মিথিলা-সৌরভ
টলিউডে এরইমধ্যে আলোচনায় এসেছে দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘মন্টু পাইলট’ সিরিজের প্রথম সিজন। এবার দশ পর্বের দ্বিতীয় সিজনের শুটিংও শেষ। দ্বিতীয় সিজনে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। গত ২৯ মার্চ সোশ্যাল মিডিয়ায় এসেছে সিরিজে মিথিলার প্রথম পোস্টার লুক।
নীলকুঠির যৌনপল্লির গল্প নিয়ে নির্মিত ‘মন্টু পাইলট’ সিরিজে বহ্নি চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। সিরিজটিতে তার বিপরীতে রয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা সৌরভ দাস।
এ সিরিজে নীলকুঠির যৌনপল্লিতে দেখা যাবে মিথিলাকে। প্রথম সিজনে সৌরভের বিপরীতে ছিলেন শোলাঙ্কি রায়। এবার সৌরভের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন মিথিলা। তাকে কেন্দ্র করেই প্রতিটি এপিসোডে গল্পের যাবতীয় রহস্য ঘনীভূত হয়েছে।
তবে প্রথম সিজনের কাহিনির রেশ ধরেই এবারের এপিসোডগুলোর গল্প এগিয়েছে। বহ্নি আসলে ডাক্তার সুব্রত দত্তের মেয়ে। তাকে যৌনপল্লিতে নিয়ে আসে মন্টু। কেন সে এ কাজ করে, সে রহস্যই উন্মোচিত হয় ধীরে ধীরে।
একটি যৌনপল্লির গল্প নিয়ে গড়ে ওঠা কাহিনি মন্টু পাইলট সিরিজটি। পল্লিটির নাম নীলকুঠি। সেখানকার রাজার চরিত্রে অভিনয় করছেন সৌরভ।
এ সিজনে সৌরভ-মিথিলা ছাড়াও অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ, কাঞ্চন মল্লিক, সুব্রত দত্ত ও অলিভিয়া সরকারের মতো অভিনয়শিল্পীরা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো সিজন-২ নিয়ে বলছে, অতীতের ভিতেই বর্তমানের কাহিনি গড়ে তুলেছেন দেবালয়। শুরুটা ভালই হয়েছিল। কিন্তু তারপর থেকেই কাহিনির গতি ধীর হতে শুরু করে। বেশ্যালয়ের কাহিনি দেখাতে গেলে একটু চেনা গতের বাইরে গিয়ে সমাজের অন্ধকার দিকের চিত্র ফুটিয়ে তোলা প্রয়োজন, এ কথা ঠিক। কিন্তু ব্যতিক্রমী হতে গিয়ে যে অতিরিক্ত অকথ্য ভাষার ব্যবহার প্রয়োজন নেই।
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে গত ২৯ এপ্রিল সিরিজটি উন্মুক্ত হয়েছে। ঈদুল ফিতরের পরই গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে মিথিলার।
এমকেআর/জেআইএম