প্রযোজক পরিবেশক সমিতিতে আইনি জটিলতা, কবে নির্বাচন?

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ৩০ মে ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত করেছে সংগঠনটির নির্বাচনী বোর্ড। ১৯ মে করা এক রিটের শুনানির পর উচ্চ আদালতের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার আদালতের আদেশ মেনেই ভোটার তালিকায় সংশোধন আনল নির্বাচন কমিশন।

সংশোধনীতে পূর্ণাঙ্গ ১৬৯ ভোটারের মধ্য থেকে ৫১ জনকে বাদ দেয়া হয়েছে। এছাড়াও সহযোগী ৮৮ সদস্যের মধ্য থেকে ২০ ভোটার বাদ পড়েছেন।

গত বৃহস্পতিবার প্রযোজক সমিতির কার্যালয়ের নোটিশ বোর্ডে নির্বাচনসংশ্লিষ্ট এই সংশোধনী সাঁটানো হয়েছে।

এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ নির্বাচন বোর্ডের ঘোষিত তফসিলের গুরুত্বপূর্ণ ২ নম্বর শর্ত মোতাবেক ভোটার তালিকা সংশোধনের আদেশ দিয়েছিলেন। সেই আদেশ মেনেই আমরা নির্বাচনী বোর্ড ভোটার তালিকা সংশোধন করেছি। পূর্ণাঙ্গ ৫১ জন ও সহযোগী ২০ জনের ভোটাধিকার বাতিল করা হয়েছে।’

তাহলে এখন নতুন করে গ্রহণ ভোট কবে হবে? এই সরকারি কর্মকর্তা বলেন, ‘এখনো তারিখ ঠিক করিনি। নির্বাচন কমিশনের এক সদস্য দেশে বাহিরে চলে গেছেন। নতুন একজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা সদস্যরা বসবো। আলাপ ও আলোচনা করে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালকের সঙ্গে দেখা করে তার তাদের মতামত নিয়ে নির্বাচনের পরবর্তী তারিখ নির্ধারণ করতে হবে।’

ভোটার তালিকা সংশোধনের খবরে রিটের বাদী ও প্রযোজক পরিবেশক সমিতির সাবেক পরিচালক খোরশেদ আলম সন্তুষ্টি প্রকাশ করে জানান, ‘আদালত সঠিক আদেশ দিয়েছেন। সেই আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচনী বোর্ড ভোটার তালিকা সংশোধন করেছে। এখন দ্রুত নির্বাচন দিলেই আমরা প্রযোজকেরা খুশি হব।’

এমআই/এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।