বৃহস্পতিবার বেঙ্গল সংগীত উৎসব শুরু
ঢাকার আকাশকে সৃজনের আলোয় উদ্ভাসিত করতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হচ্ছে পৃথিবীর বৃহত্তম শাস্ত্রীয় সংগীতের আসর।
শাস্ত্রীয় সংগীতের পুনর্জাগরণ এবং বিদেশে বাংলাদেশের আসল পরিচয় তুলে ধরতে গুরুমুখী এ বিদ্যা পরিবেশনের মধ্য দিয়ে ঢাকার আকাশকে সুরের মাধুরীতে ভরিয়ে তুলবে দেশ-বিদেশের খ্যাতিমান শিল্পীরা। গেল দু’বছরের মতো নগরের সংগীত পিপাসু মানুষ মেতে উঠবে ভিন্ন স্বাদের উন্মাদনায়।
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের এই আয়োজনে প্রথমদিনে অংশ নেবেন রাজরূপা চৌধুরী, রুচিরা কেদার, বিদূষী মালবিকা সারুক্কাই, পণ্ডিত অজয় চক্রবর্তী, দেবাশিস ভট্টাচার্যসহ দেশ বিদেশের প্রতিশ্রুতিশীল শিল্পীরা।