মোশাররফ ও ফারিয়া এবার একসঙ্গে


প্রকাশিত: ০৩:২৫ এএম, ২৮ নভেম্বর ২০১৪

গত ঈদুল আজহায় একটি নাটকে মোশাররফ করিম ও ফারিয়ার একসঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত নাটকটি নির্মিত হয়নি। ফলে এই দুই তারকাকে কখনোই একসঙ্গে দেখার সুযোগ হয়নি দর্শকদের।

সাগর জাহানের রচনায় ও শেখ সেলিমের নির্দেশনায় ‘এক বিরাট সংবর্ধনা’ নাটকে তারা দু’জন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নাটকে গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া। তাকে ভালোবাসায় আবদ্ধ করতেই মোশাররফ করিম একটি রিয়েলিটি শো’তে যান। এরপর ঘটতে থাকে নানান ঘটনা। এগিয়ে যায় নাটকের গল্প।

এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘ফারিয়ার সঙ্গে এবারই প্রথম কাজ করেছি। অভিনয়ে নিজেকে রপ্ত করার প্রবল আগ্রহ আছে তার। বিষয়টি নতুন জেনারেশনের অনেকের মাঝে কম দেখা গেলেও ফারিয়ার আগ্রহ আমাকে সত্যিই মুগ্ধ করেছে। তার জন্য আমার শুভ কামনা রইল। সেইসঙ্গে পরিচালক শেখ সেলিমের কাজও বেশ গুছানো।’

ফারিয়া বলেন, ‘মোশাররফ ভাই অভিনেতা হিসেবে অসাধারণ। নাটকের শুটিংয়ের সময় তিনি আমাকে যেভাবে চরিত্র বুঝিয়ে দিয়ে অভিনয়ে সহযোগিতা করেছেন তা সত্যিই প্রশংসনীয়। আশাকরি ভালো লাগবে দর্শকের।’

নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।