আবারও একসাথে বালাম-জুলি
২০০৮ সালে প্রকাশ হয়েছিল বালাম-জুলির ‘বালাম ফিচারিং জুলি’। তারা দুই ভাই-বোন পাঁচ বছর পর আবারও নতুন অ্যালবামের কাজ শুরু করলেন। নাম চূড়ান্ত না হওয়া এ অ্যালবামে বালামের সংগীতায়োজনে গাইবেন জুলি।
বালাম বলেন, ‘ভক্ত-শ্রোতাদের অনুরোধেই অ্যালবামটি তৈরি করছি। ইতোমধ্যেই বেশ ক’টি গানের সুর-সংগীত তৈরি করা হয়েছে। মাস খানেক পর এর রেকর্ডিংয়ের কাজ শুরুর করব। দ্বৈত গানের পাশাপাশি এতে আমার ও জুলির একক গানও রাখা হবে।’
এদিকে বালাম এখন ব্যস্ত মিশ্র অ্যালবামের কাজ নিয়ে। এতেও থাকছে জুলির উপস্থিতি। অ্যালবামের একটি গানে তারা কণ্ঠও দিয়েছেন।