মুক্তির অনুমতি পেল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১১ আগস্ট ২০২২

সিয়াম-পরীমনি জুটির নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ছবিটির নির্মাণকাজ শেষ হয়েছে বেশ আগেই। শেষ হয়েছে এডিটিং ও ডাবিংও। এবার মিললো মুক্তির অনুমতিও। সেন্সর বোর্ড থেকে ১০ আগস্ট সিনেমাটি প্রশংসাসহ ছাড়পত্র পেয়েছে।

ছবির পরিচালক আবু রায়হান জুয়েল জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের দর্শকনন্দিত অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও পরীমনি। ‘বিশ্বসুন্দরী’ সিনেমা দিয়ে দর্শকদের মন কাড়েন এই জুটি। তাদের পরবর্তী সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এবার মুক্তির অপেক্ষায়। পরিচালক বলেন, ‘এই ছবি দিয়ে আবারও দর্শকের মন জয় করবে সিয়াম-পরী জুটি’।

আবু রায়হান জুয়েল বলেন, ‘দীর্ঘদিন পর শিশুতোষ ছবি মুক্তি পাচ্ছে। শিশুদের বিনোদনের কথা ভেবেই শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারের গল্পে ছবিটি নির্মাণ করেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শককে মুগ্ধ করবে।’

সিয়াম-পরীমণি ছাড়াও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এ অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবটি।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।