কলকাতার অভিনেত্রী অনন্যা আর নেই

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২৭ আগস্ট ২০২২

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় আর নেই। শুক্রবার (২৬ আগস্ট) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ফুসফুসে সংক্রমণ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানেই চলছিল চিকিৎসা। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।

বেশ কিছু বছর ধরে ‘তিথির অতিথি’, ‘গাঁটছড়া’-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘চারমূর্তি’ ছবিতে ক্যাবলার বোনের চরিত্রে অভিনয় করেছিলেন এ অভিনেত্রী। চলতি বছরের জুন মাসে স্বামীহারা হয়েছিলেন তিনি।

অভিনেত্রীর প্রয়াণে দুঃখপ্রকাশ করেছেন টালিপাড়ার অনেকেই। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার অনলাইনকে বলেছেন, ‘আমরা একই ধারাবাহিকে কাজ করেছিলাম। খুব খারাপ লাগছে অনন্যার ছেলের জন্য।’ অভিনেত্রী শ্রুতি দাস লেখেন, ‘ভালো মানুষরা তাড়াতাড়ি চলে যান!’

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।