শুক্রবারই মাঠে নামছে সাবিনারা


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

ভারতের শিলংয়ে শুক্রবার উদ্বোধন হচ্ছে এসএ গেমসের দ্বাদশ আসর। শুক্রবারই মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। শিলংয়ের জেএলএন স্টেডিয়ামে বাংলাদেশ সময় ১০ টায় শুরু হতে যাওয়া ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ২০১০ সালে ঢাকা এসএ গেমসে নেপালের কাছে হেরেছিল বাংলাদেশ। শুক্রবার সাবিনাদের যে প্রতিশোধ নেয়ারও পালা।

ম্যাচের সময়সূচী নিয়ে কিছুটা হলেও ঝামেলায় পড়েছে বাংলাদেশ দল। এসএ গেমস ফুটবলে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের খেলাগুলো আগের সূচী অনুযায়ীই হবে বলে তাদের কোন ঝামেলা পোহাতে হবে না; কিন্তু হঠাৎ করে সূচী পরিবর্তন করায় বেকায়দায় পড়ে গেছে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল।

আফগানিস্তান না থাকাতে টুর্নামেন্টের ফরম্যাটে পরিবর্তন আনতে হয়েছে। গ্রুপ বাদ দিয়ে খেলা হবে লিগ পদ্ধতিতে। সেমিফাইনাল বলে কিছু থাকছে না। সিঙ্গেল লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। বাংলাদেশের পরের ম্যাচগুলো ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় ভারত, ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় মালদ্বীপ এবং ১৩ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় শ্রীলঙ্কার বিরুদ্ধে।

বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যাচ
৫ ফেব্রুয়ারি বাংলাদেশ-নেপাল ,  সকাল ১০টা
৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত,   সন্ধ্যা সাড়ে ৭টা
৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-মালদ্বীপ ,  সন্ধ্যা সাড়ে ৭টা
১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা,  দুপুর আড়াইটা

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।