বাংলাদেশে আসার অনুমতি পেলেন না নোরা ফাতেহি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১৭ অক্টোবর ২০২২

ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহি বাংলাদেশে আসতে পারছেন না। তাকে ‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ডস-২০২২’ এ অংশ নেওয়ার জন্য অনুমতি দেয়নি সরকার।

সোমবার (১৭ অক্টোবর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে নোরা ফাতেহির বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার বিষয়টি জানিয়ে গ্লোবাল অ্যাচিভারস অনুষ্ঠান আয়োজনের উদ্যোক্তা উইমেন লিডারশিপ করপোরেশনের সভাপতি ইসরাত জাহান মারিয়ার কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বৈশ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে দেশে বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখার লক্ষ্যে উইমেন লিডারশিপ করপোরেশন, ঢাকার ব্যবস্থাপনায় আগামী ১৮ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্লোবাল অ্যাচিভারস (নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড) অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে অংশ নিতে অনুমতি দেওয়া যাচ্ছে না।

আরএমএম/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।