মডেল ইরফানের এগিয়ে চলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২০ অক্টোবর ২০২২

মডেলিং জগতে ইরফান সাঈদ একটি সুপরিচিত নাম। ইরফান সাঈদ বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। সম্প্রতি ইরফান সাঈদ স্নাতোকোত্তর শেষে তার ফেসবুক পোস্ট এ সম্পর্কে লিখেছেন, ‘২০২১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ আর্টস (ইউসিএ)-এ মাস্টার্স অফ গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে পড়তে আসি। গত ১৪ অক্টোবর আমার কোর্সের এক বছর সম্পন্ন হলে সমাবর্তন অনুষ্ঠান হয়। মা-বাবার দোয়া ও বড় ভাইয়ের সহযোগিতায় আজকে আমার এ উচ্চশিক্ষার সফলতা।’

তিনি এই পোস্টে আরও লিখেছেন, ‘ভয়কে জয় করে এগিয়ে যেতে হয়। সবচেয়ে জরুরি নিজের প্রতি আস্থা রাখা। জীবন চলার পথে অনেক হোঁচটের পরেও আবার ঘুরে দাঁড়াতে পেরেছি। মা-বাবা ও ভাই-বোনের দোয়া, উৎসাহ, শাসন ও সহযোগিতায় আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। মা-বাবা সবসময় চাইতেন, যেন ভালো মনের মানুষ হই! জীবনে তা চেষ্টা করে যাচ্ছি। পড়ালেখার জার্নিটা আমার জন্য সহজ ছিল না, করোনাকালে অনেক কঠিন সময় পার করেছি। সব বাধা-বিপত্তিকে জয় করে এগিয়ে গিয়েছি। ধন্যবাদ জানাই তাদের, যাদের জন্য পড়াশোনার পথটি সহজ হয়েছে। আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ। নিজেকে অনেক এগিয়ে নিয়ে যেতে চাই। সবার কাছে দোয়া ও ভালোবাসার আরজি রইল।’

কক্সবাজারের সম্ভ্রান্ত পরিবারের সন্তান ইরফান সাঈদ লেখাপড়ার পাশাপাশি শখের বসে মডেলিং এবং অভিনয়ে নিয়মিত ছিলেন। ২০১৪ সালে চ্যানেল আইয়ের ‘সিটিসেল তারকা কথন’ থেকে তার মিডিয়ায় যাত্রা শুরু। এরপরে ‘সুহৃদ মডেল ফেয়ার’ হতে অনেক পোশাক ব্র্যান্ড-এর কাজ করেন। এর মধ্যে ব্যাঙ, অঞ্জনস, অপাস, ইন্ডিগো উল্লেখযোগ্য।

জিটিভি, এনটিভি, এসএটিভি, দেশে টিভির একাধিক শোতে অংশ নিয়েছেন ইরফান। কাজ করেছেন একাধিক টিভি বিজ্ঞাপনেও। দেশে ফিরে ইরফান আনন্দ-আলো ও সুহৃদ-এর সঙ্গে যুক্ত থেকে মিডিয়ায় কাজের ধারাবাহিকতা বজায় রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।