বসন্তকে বরণ করে নিলো বন্দরনগরী চট্টগ্রাম


প্রকাশিত: ০৮:১৪ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

ঋতুরাজ বসন্তকে বরণ করে নিলো বন্দরনগরী চট্টলা। বাসন্তী রঙে সেজেছে নগরীর পথঘাট,অলিগলিসহ সকল জায়গা। সঙ্গে ছিল ঢোলের তাল, বেহালার সুরের মূর্ছনা নৃত্য আর কবিতার কথামালা। বন্দরনগরীতে বসন্ত উৎসবের সবচেয়ে বড় আসরটি বসেছে ডিসি হিল প্রাঙ্গণে বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে।

বাসন্তি রঙের পোশাক পরিহিত নর-নারীরা হাতে হাত ধরে নেচে-গেয়ে আনন্দময় করে তুলেছেন বসন্ত উৎসবকে। বসন্তকে বরণ করে নিতে নগরবাসী আজ ভিড় করছেন ডিসি হিল, শিল্পকলা কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুল তলায়।
 
‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ শীর্ষক বসন্ত উৎসব বোধনের একাদশতম আয়োজন। সংস্কৃতির এ প্রাণকেন্দ্রে ‘বসন্ত উৎসব ১৪২২’ এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সকাল সাড়ে আটটায় ভায়োলেনিস্ট চিটাগং অর্কেস্ট্রা পরিবেশনার মধ্য দিয়ে। দিনব্যাপী এ উৎসবের আনন্দযজ্ঞের অনুষ্ঠানমালায় একক ও বৃন্দ আবৃত্তির পাশাপাশি নানান রঙের সমারোহের এ উৎসব মাতিয়ে রাখতে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় দলীয় সংগীত ও নৃত্য।

এছাড়া প্রথিতযশা সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় থাকছে রবীন্দ্র, নজরুল, আধুনিক, ফোক, বাউল ও হারানো দিনের গান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক, প্রাইম ডিস্ট্রিবিউশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলম মামুন ।

জীবন মুছা/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।