এমীর সাদা কালো প্রেম


প্রকাশিত: ১১:২৮ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকাই চলচ্চিত্রের নবাগত চিত্রনায়িকা এমীয়া এমী সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবন্ধ হয়েছে। ছবির নাম ‘সাদা কালো প্রেম’। এটি পরিচালনা করবেন শাহ আলম মণ্ডল।

ছবিতে এমীর বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় দুই চিত্রনায়ক আনিসুর রহমান মিলন এবং বাপ্পি চৌধুরী। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে অনুষ্ঠিত হয়েছে ছবিটির মহরত।

ছবিটি প্রসঙ্গে এমী বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে মিলন ভাই এবং বাপ্পির মত জনপ্রিয় দুই নায়কের সাথে কাজ করতে যাচ্ছি বিষয়টি ভাবতেই ভালো লাগছে। তাছাড়া শাহ আলম মণ্ডল অনেক ভালো একজন নির্মাতা। তার ছবিতে কাজ করাটাও অনেক আমার জন্য আনন্দের। আশা করি সাদা কালো প্রেম ছবিতে দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো। সেজন্য সকলের দোয়া চাই।’

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান এবি কথাচিত্র সূত্র জানা গেছে, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সাদা কালো প্রেম ছবির দৃশ্যধারণের কাজ শুরু হবে এবং সবকিছু ঠিক থাকলে চলতি বছরই ছবিটি মুক্তি দেওয়া হবে।

এনই/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।