সামজ ভাইয়ের ‘দুঃখ ভালোবাসি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১২ নভেম্বর ২০২২

বর্তমান সময়ের আলোচিত তরুণ সংগীতশিল্পী সামজ ভাই। ‘ঘুম ভালোবাসি’ শিরোনামের গানসহ আরও কিছু গানের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। তার গানগুলো অনলাইন প্ল্যাটফর্মে দারুণ সাড়া ফেলে। এরপর থেকে নিয়মিত গান করছেন সামজ ভাই।

এদিকে আবারও একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন সামজ ভাই। ‘ঘুম ভালোবাসি’ শিরোনামের এই গানটি লিখেছেন গীতিকবি এন আই বুলবুল। সুর করেছেন এফ এ প্রিতম। সংগীত পরিচালনা করেছেন ওয়াহিদ শাহিন। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এম এইচ রিজভী। এর মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন মিষ্টি সিনহা রায়, আমলান ও শুভাশিস।

গান প্রসঙ্গে সামজ ভাই বলেন, ‘ঘুম ভালোবাসি’র পর এবার প্রকাশ হলো ‘দুঃখ ভালোবাসি’ গানটি। এটির কথা ও সুর প্রথমবার শুনেই আমার ভালো লেগে যায়। আমার ঘুম ভালোবাসির সেই দরদটা শ্রোতারা এ গানেও পাবেন।

গানটি নিয়ে গীতিকবি এন আই বুলবুল বলেন, সামজ ভাইকে ভেবেই এ গানটি লিখেছি। শ্রোতারা তার কাছে যে ধরনের গান শুনতে চান এটা তেমনই একটা গান। আমার বরাবরই তার জন্য নতুন কিছু লেখার চেষ্টা ছিল।

গীতিকবি এন আই বুলবুলের কথায় এর আগে সামজ ভাই আরও কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন। গানগুলো হলো ‘ঘুম গেছে উড়ে’, ‘জখম’, ‘কষ্ট দিলি’, ‘ভাঙ্গা হৃদয়’,‘সেলফি ওয়ালি’ ও ‘যারে যা পাখি’। সামজ ভাইয়ের আলোচিত গানগুলো হলো, তোরে ভুলে যাওয়ার লাগি, কি মায়া লাগাইলি মোরে, ছলনাময়ী, আমার মনের মাঝে।

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।