বিনা মূল্যে দেখা যাচ্ছে শাকিব-পূজার ‘গলুই’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১০ ডিসেম্বর ২০২২

ঢাকাই সিনেমার পোস্টার বয় শাকিব খান। চলতি বছর রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘গলুই’। এ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন হালের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার তাদের সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে সম্পূর্ণ বিনা মূল্যে ‘গলুই’ সিনেমাটি দেখা যাচ্ছে। বিষয়টি জানিয়েছেন, সিনেমাটির ডিজিটাল ডিস্ট্রিবিউশনেরর দায়িত্বে থাকা জাহিদ হাসান অভি।

মৌলিক গল্পের ছবি ‘গলুই’ দিয়ে দীর্ঘদিন পর শাকিবকে পান দর্শক। নায়কোচিত ইমেজের বাইরে সম্পূর্ণ নতুন শাকিবকে দেখা যায়। তাই ছবি দেখে দর্শকরা বলছিলেন, এই ছবির কারণে শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘শ্রেষ্ঠ অভিনেতা’ ক্যাটাগরিতে এগিয়ে থাকবেন!

‘গলুই’ প্রযোজনা করেন খোরশেদ আলম খসরু। এস এ হক অলিকের পরিচালনায় শাকিব খান ও পূজা ছাড়াও এতে অভিনয় করেন আজিজুল হাকিম, আলী রাজ, সুচরিতা, সৌমু চৌধুরী প্রমুখ। গানে কণ্ঠ দেন হাবিব, এস এই টুটুল, সংগীত পরিচালনা ছিলেন ইমন সাহা।

এমআই/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।