জয়ের ফুলের বাগানে সাপ
জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের গল্পের অনুপ্রেরণায় নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘ফুলের বাগানে সাপ’। এতে জয়ের বিপরীতে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে দেখা যাবে। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায় নাটকটি নির্মাণ করেছেন চ্যানেলআই টিম।

‘ফুলের বাগানে সাপ’ নাটকে জয় এবং নিপুণকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। এতে অভিনয় প্রসঙ্গে শাহরিয়ার নাজিম জয় জাগো নিউজকে বলেন, ‘একেবারেই পারিবারিক গল্প নির্ভর নাটকে দেখানো হয়েছে সংসার জীবনের বিভিন্ন ধরনের ঘটনা।
জয় আরও বলে, কিভাবে একটি সংসারে অশান্তি শুরু হয়, স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির মাধ্যমে দূরত্ব তৈরি হয় কেমন করে। আবার জীবনের প্রয়োজনে কিভাবে সেই দূরত্ব-সংঘাত থেকে বেরিয়ে এসে সুখে-শান্তিতে জীবন শুরু করা যায়, তা এ নাটকের মূল উপজীব্য বিষয়। স্বামী-স্ত্রীর দ্বন্ধ প্রেম সংঘাত নিয়ে অসাধারণ এক গল্প এতে তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, শাহরিয়ার নাজিম জয় এখন উপস্থাপনাতেও জনপ্রিয়তা লাভ করেছেন। এদিকে জানুয়ারির প্রথম সপ্তাহেই জয় অভিনীত ওয়েব সিরিজ ‘গুটি’ চরকি অ্যাপে মুক্তি পাওয়ার কথা আছে। বর্তমানে এর পোস্ট প্রডাকশনের কাজ চলছে।
এমআই/এমএমএফ/এএসএম