ইতিহাস জানাটা সবার জন্য অনেক বেশি জরুরি: হাছান মাহমুদ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’।

প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। তার বিপরীতে বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে সিনেমার প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘সবাই জানেন দেশের ইতিহাসে প্রীতিলতার কতটুকু অবদান ছিল তা বলার অপেক্ষা রাখে না। এই সিনেমা দিয়ে সারাবিশ্ব জানবে আমাদের একজন প্রীতিলতা ছিল। আমি সত্যিই আবেগে আপ্লুত। এমন একটি সিনেমা আমাদের তথা গোটা দেশবাসীকে উপহার দেওয়ার জন্য এই সিনেমার কলাকুশলী, নির্মাতাসহ পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন। এই ইতিহাস জানাটা সবার জন্য অনেক বেশি জরুরি।’

ইতিহাস জানাটা সবার জন্য অনেক বেশি জরুরি: হাছান মাহমুদ

ছবিটির পরিচালক প্রদীপ ঘোষ সিনেমা নির্মাণের অভিজ্ঞতা থেকে বলেন, ‘এ ছবিটি আমি ও আমার টিম সবটুকু প্রচেষ্টা দিয়ে বানিয়েছি। এ ছবি শুধু দেশের কথাই বলবে না, এটি দেশের ইতিহাসের অনেক অজানা বিষয় তুলে আনবে। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সবশ্রেণির মানুষ দেশের ইতিহাসের অনেক অজানা বিষয় জানতে পারবে।’

সারাদেশে সিনেমাটির মুক্তি নিয়ে তিনি বলেন, আপাতত দেশের মোট পাঁচটি সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাবে। পাশাপাশি ইউজিসির নির্দেশে দেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি দেখানো হবে। এর পাশাপাশি সিনেমা হলে ছাত্রছাত্রীদের জন্য টিকিটের অর্ধেক দামে সিনেমাটি দেখানো হবে।

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘আমি সত্যিই অনেক ভাগ্যবতী এমন একটি ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে পেরে। এবার সবাই জেনে যাবে কে ছিলেন প্রীতিলতা। আর কী ছিল তার অবদান। সবাইকে অনুরোধ, হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’

এ সিনেমায় বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা নিয়ে মনোজ প্রামাণিক বলেন, ‘এটি শুধু সিনেমাই নয়, এটি আমাদের ইতিহাসের কথা বলবে। ছাত্রছাত্রী থেকে শুরু করে সবশ্রেণির মানুষের কাছে অনুরোধ সিনেমাটি দেখার। কারণ অনেক না-জানা তথ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে এ ছবি।’

সিনেমায় আরও অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু। ‘বীরকন্যা প্রীতিলতা’র সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

এমআই/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।