কলকাতায় টিম অ্যাকশন জ্যাকসন


প্রকাশিত: ০৪:৩৬ এএম, ০৫ ডিসেম্বর ২০১৪

কলকাতায় টিম ‘অ্যাকশন জ্যাকসন’। খবরটা চাউর হওয়ামাত্র অজয় দেবগণ এবং সোনাক্ষীকে দেখার জন্য আগ্রহী হয়েছিলেন অনেকেই। সাংবাদিক সম্মেলনে তাই সাংবাদিকের সংখ্যা অন্যান্য ইভেন্টের তুলনায় কম। কিন্তু তারকা অনুরাগীর সংখ্যা বেশি। কারণটা অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পরে বোঝা গেল। অ্যাকশন জ্যাকসন-এর প্রচার অনুষ্ঠানে অজয়, সোনাক্ষী উপস্থিত থাকলেন ঠিকই। কিন্তু ওয়েবের জালে আটকে থাকলেন তাঁরা।

অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন অজয়-সোনাক্ষী। সিনেমা প্রচারের ক্ষেত্রে অবশ্য এটি নতুন কোনও ঘটনা নয়। সময় কিংবা বাজেট কম। অথচ সব মেট্রো শহর গুলিতেই ছবির এমন প্রচার হওয়া অবশ্য প্রয়োজন যেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলে নিজেদের ছবি সংক্রান্ত বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন পরিচালক কিংবা অভিনেতা-অভিনেত্রীরা। সেক্ষেত্রে ভিডিও কনফারেন্স সিনেমার প্রচারে একটা নতুন আকর্ষণীয় মাধ্যম বলা যেতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।