মাধুরীকে এসএমএসএ হুমকিদাতা গ্রেফতার


প্রকাশিত: ১১:১৩ এএম, ০৫ ডিসেম্বর ২০১৪

কিছুদিন ধরে মাধুরী দীক্ষিতকে হুমকি দিয়ে এসএমএস পাঠাচ্ছিলেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। মাধুরীর অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

টাইমস অব ইন্ডিয়া জানায়, বলিউড অভিনেত্রী মাধুরীকে বেশ কিছুদিন ধরে হুমকি দিয়ে এসএমএস পাঠাচ্ছিলেন প্রবীণ কুমার প্রধান নামে ২৩ বছর বয়সী এক ওয়েটার। শুক্রবার সকালে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের হাতে প্রবীণ ধরা পড়ে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, ওই ব্যক্তি মাধুরীকে চারটি এসএমএস পাঠায়। সেখানে লিখে টাকা না দিলে মাধুরীর সন্তানদের খুন করবে। এমনকি নিজেকে মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের গুণ্ডা ছোটা রাজনের লোক বলে পরিচয় দেয়। সে আরও জানায়, মাধুরীর সন্তানদের খুন করার জন্য ১৫ বছর বয়সী এক কিশারকে পিস্তল চালানো শিখিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।