গুলশান থানায় শাকিব খান

এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানায় গিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।
শনিবার (১৮ মার্চ) রাতে একজন আইনজীবীসহ থানায় যান তিনি। বর্তমানে থানাতেই অবস্থান করছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শাহনুর রহমান বলেন, চিত্রনায়ক শাকিব খান বর্তমানে থানায় অবস্থান করছেন। তিনি একটি অভিযোগ করবেন বলে শুনেছি। তবে কার বিরুদ্ধে করবেন তা এখনো জানা যায়নি। অভিযোগ আমাদের হাতে এলে পরে জানা যাবে।
এদিকে একটি সূত্র জানিয়েছে, রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে মানহানি মামলা করতে শাকিব খান থানায় গিয়েছেন।
টিটি/এমএইচআর