আজ মুক্তি পাচ্ছে ওয়ারফেজের ‘মা’

নতুন গান নিয়ে আসছে আজ বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ। গানের শিরোনাম ‘মা’। প্রয়াত গীতিকার নয়ীম গহরের কথায় গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন বাবনা করিম। গানটি প্রযোজনা, সংগীতায়োজন ও পরিবেশনা করেছে ওয়ারফেজ, রেকর্ড লেভেল ও লয় রেকর্ডস।
তথ্যটি নিশ্চিত করেছেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু। তিনি বলেন, ‘আমরা গত বছর বলেছিলাম ২০২৩ থেকে প্রতিনিয়ত গান রিলিজ করতে থাকব। সেই কথা অনুযায়ী আমরা একটা গান রিলিজ করছি।’
আরও পড়ুন: উইন্ড অব চেঞ্জ-এর নতুন গান ‘দুই কুলে সুলতান’
টিপু জানান, মা গানটি অফিসিয়ালি আজ ধুধবার ( ২২ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ওয়ারফেজ টিভি, লয় রেকর্ডসের ইউটিউব চ্যানেলে লিরিক ভিডিও আকারে এবং স্পটিফাই ও আইটিউনস থেকে অডিও আকারে প্রকাশ হবে। এ ছাড়া ১৯ মার্চ থেকে গানটির অডিও শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক অ্যাপে।
১৯৮৪ সালের ৬ জুন যাত্রা শুরু করে ওয়ারফেজ। দীর্ঘ ৩৯ বছরে ‘অসামাজিক’, ‘জীবনধারা’, ‘অবাক ভালোবাসা’, ‘মৌনতা’, ‘তোমাকে’, ‘মহারাজ’, ‘কৈশোর’–এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছে ওয়ারফেজ।
এমআই/জেআইএম