মা ও স্ত্রীকে নিয়ে ওমরাহ করতে গেলেন জয়

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪১ পিএম, ৩০ মার্চ ২০২৩

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। মা ও তার স্ত্রীকে নিয়ে সৌদি আরবে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে রাওনা হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।

আরও পড়ুন: জয়ের ফুলের বাগানে সাপ

শাহরিয়ার নাজিম জয় তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন। অভিনেতা তার মা ও স্ত্রীর সঙ্গে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘ওমরাহর উদ্দেশ্যে রওনা দিলাম। দোয়া করবেন। সঙ্গে মা আর বউ।’

আরও পড়ুন: শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে ৩০০ সেকেন্ড

জয়কে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করতে দেখা গেছে। যা দেখে দর্শক জয়ের অভিনয়ের প্রশংসা করছেন। তাছাড়াও জয় সব সময় ব্যতিক্রমধর্মী বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করে আলোচনায় থাকেন।

এদিকে জয় শুধু ছোটপর্দাতেই নয়, অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘জীবনের গল্প’। অন্যদিকে তিনি ‘গোধূলী লগ্নে’ নাটক দিয়ে নাট্যাঙ্গনে যাত্রা শুরু করেন।

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।