ইংরেজি নববর্ষে নিরবের গেইম


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ০৭ ডিসেম্বর ২০১৪

আসছে ইংরেজি নতুন বছরের প্রথম ছবি নিরবের। ২ জানুয়ারি মুক্তি পাবে তার অভিনীত ‘গেইম’ ছবিটি। রয়েল-অনিকের পরিচালনায় এ ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন অমৃতা খান।

রোমান্টিক-অ্যাকশন ঘরানার এই ছবিটির গল্প লিখেছেন জাকারিয়া সৌখিন। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে নিরব বলেন, ‘ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে ছবিটি তৈরি হয়েছে। সবাই তো ভিন্ন বলেন, আমি সত্যিকার অর্থেই ভিন্ন বলেছি। কারণ এ ছবির গল্পের গাঁথুনি অনেক শক্ত। সম্পূর্ণ মৌলিক এ ছবিতে অভিনয় করে আমি তৃপ্ত। পাশাপাশি নতুন হিসেবে অমৃতাও নিজের সেরাটা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছেন। ভালো-মন্দ বিচারের ভার দর্শকের ওপর।’

গেল কোরবানির ঈদের আগেই ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। নতুন বছরে দর্শকের নতুন কিছু উপহার দিতেই এ অপেক্ষা বলে জানিয়েছেন ছবির প্রযোজক আবদুল মাজেদ মিল্টন। ছবিতে নিরব অমৃতা ছাড়া আরও অভিনয় করেছেন ইরফান খান মাইকেল, সাদেক বাচ্চু, মুকিত জাকারিয়া প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ব্যান্ডশিল্পী বিপ্লব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।