এবার যৌথ প্রযোজনার ছবিতে তিশার নায়ক সোহম


প্রকাশিত: ০৭:০৭ এএম, ০৯ মার্চ ২০১৬

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ছোট পর্দায় দারুণ জনপ্রিয়। তবে বড় পর্দাতেও তিনি বাজিমাত করেছেন। সম্প্রতি তিনি বাণিজ্যিক ঘরানার ছবিতে ব্যস্ত হয়ে পড়েছেন। কাজ করছেন শাকিব খান ও আরিফিন শুভ’র মতো জনপ্রিয় নায়কদের বিপরীতে।

তবে এবার দেশের গন্ডি পেরিয়ে কলকাতার বাজারেও অভিষেক হতে যাচ্ছে তার। ঢাকা-কলকাতার যৌথ প্রযোজনায় ‘তোর নামে লিখেছি হৃদয়’ নামের একটি ছবিতে তিনি নায়িকা হিসেবে কাজ করতে যাচ্ছেন। এখানে তিনি ওপার বাংলার সুপারস্টার সোহমের বিপরীতে কাজ করবেন বলে জানালেন ছবিটির পরিচালক অনন্য মামুন।

তিনি জানালেন, ‘তোর নামে লিখেছি হৃদয়’ নামের ছবিটির প্রযোজনায় থাকছে বাংলাদেশের এসএস মাল্টিমিডিয়া ও কলকাতার নায়াগ্রা এন্টারটেইনমেন্ট। তার সঙ্গে ওপার বাংলার ভুবন চ্যাটার্জি ছবিটি যৌথ পরিচালনায় থাকবেন।

তবে ছবিটি নিয়ে মজার এক তথ্য দিলেন মামুন। তিনি জানালেন, এই ছবিটির গল্প সাজিয়েছেন তিশা নিজেই।

ছবিটির শুটিং আগামী ২ জুন থেকে ঢাকায় শুরু হবে। এই ছবিতে আরও অভিনয় করছেন বাংলাদেশের মিশা সওদাগর, সুচরিতা, ডন এবং কলকাতার খরাজ মুখার্জি, সুপ্রিয়সহ আরো অনেকে।

ছবিটির জন্য গান তৈরি করছেন হাবিব ওয়াহিদ, নাভেদ পারভেজ, আকাশ প্রমুখ।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।