শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিটিভির আয়োজন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:১০ পিএম, ১৭ মে ২০২৩
ছবি: ‘হাসিনা : এ ডটার’স টেল’ ডকুফিল্মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা

আজ ১৭ মে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে স্বদেশে ফেরেন তিনি। সারা দেশ থেকে আসা লাখো মানুষ তাকে স্বাগত জানান, ভালোবাসায় সিক্ত হন বঙ্গবন্ধুকন্যা। দিবসটিকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আজ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিটিভির আয়োজন

বেলা ১১টা ৩০ মিনিটে থাকছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন স্মরণে বিশেষ সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে শিল্পী রফিকুল আলম গাইবেন ‘আলো হাতে তুমি হে জ্যোতির্ময়ী’ শিরোনামের গান। তিমির নন্দী গাইবেন ‘বঙ্গবন্ধুকে ভালোবাসি বলে বাংলাকে ভালোবেসেছি’। এ ছাড়া থাকছে ‘জননেত্রী তুমি ফিরে এলে যেদিন’ শিরোনামে একটি দলীয় পরিবেশনা।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিটিভির আয়োজন

বেলা ২টার সংবাদের পর প্রচার হবে পিপলু খান নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা: এ ডটার’স টেল’। রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিটিভির আয়োজন

রাত ১০টায় বিশেষ আলোচনা অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সুভাষ সিংহ রায়। এ ছাড়া অনুষ্ঠানের মাঝে মাঝে প্রচারিত হবে শেখ হাসিনাকে নিয়ে বিশেষ ফিলার ও ইনফোগ্রাফিকস।

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।