হবু শ্বশুড়বাড়ি যাচ্ছেন লাভবার্ড জুটি
এবারের হ্যাপী নিউ ইয়ারে কোথায় থাকবেন বলিউডের টোনা-টুনি জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ? সে কথা নিশ্চই জানার আগ্রহ রয়েছে ভক্তদের। এবার রণবীরের হবু শ্বশুড়বাড়ি লন্ডনে নিউ ইয়ার হলিডে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন এ লাভবার্ড জুটি।
টাইমস অব ইন্ডিয়ার খবর, লন্ডনে নিউ ইয়ার সেলিব্রেশনের পাশাপাশি ক্যাটরিনার পরিবারের সঙ্গে বিয়ে নিয়ে পাকা কথা সাড়ার পরিকল্পনা করেছেন রণবীর।
দীর্ঘদিন ধরেই ফিসফিস প্রেমের হাওয়ায় রনবীর-ক্যাটরিনা ভেসে চলেছেন। সম্প্রতি এক বাড়িতে বসবাসও শুরু করেছেন। এতকিছুর পরও এই জুটি নিজেদের সম্পর্ক প্রসঙ্গে মুখে কুলুপ এঁটে রেখেছেন। এখন দেখা যাক, তারা নতুন বছরে ভক্তদের জন্য কি শুভসংবাদ নিয়ে আসে?