টাপুর-টুপুরের অনন্য সাফল্য

দেশের নাট্যাঙ্গনের দর্শকপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা ও নির্মাতা সতীর্থ রহমানের টুইন কন্যা টাপুর-টুপুর শৈশব থেকেই শোবিজে কাজ করছেন। তারা বিজ্ঞাপন, নাটক এবং সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসাও লাভ করেছে।
শুধু তাই নয়, এ গুণধর টুইন কন্যা লেখাপড়ায় রেখেছে তাদের মেধার ছাপ। তারা ভারতের দার্জিলিংয়ের ড. গ্রাহামস হোমস স্কুল কালিমপংয়ে লেখাপড়া করছেন। সম্প্রতি তাদের ফল প্রকাশিত হয়েছে। এতে টাপুর-টুপুর দুজনেই ‘এ’ গ্রেড পেয়েছে।
আরও পড়ুন: শরফের কথা-সুরে প্রথমবার গাইলেন নয়া দামান খ্যাত তসিবা
এ প্রসঙ্গে টাপুর-টুপুরের মা অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা বলেন, ওরা দুজনেই আইসিএসই ‘ও’ লেভেল পরীক্ষায় ‘এ’ গ্রেড পেয়েছে। দুজনেই সাইন্স নিয়ে পড়েছে। এখন তারা ‘এ’-লেভেলে পড়ছে বায়ো সাইন্স নিয়ে।
আরও পড়ুন: রাশেদ-ফারিয়ার ঈদের নাটক ‘বিজয়ের গল্প’
এ প্রসঙ্গে অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা বলেন, আমার মেয়েরা ভারতে কষ্ট করে পড়াশোনা করছে। তার ফলও পেয়েছে তারা। ওদের এ ফলাফলে আমি ভীষণ খুশি। আমি সব সময় প্রার্থনা করছি ওরা আমাদের স্বপ্নপূরণ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।
আরও পড়ুন: সংগীতশিল্পী ঐশীর বিয়ে
গোলাম ফরিদা ছন্দা বলেন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। এভাবেই টাপুর-টুপুরকে আপনারা ভালোবাসায় আগলে রাখবেন।
এমএমএফ/এএসএম